Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ
সভার কার্য বিবরণী পাঠ করিয়া শুনানীর পর তা গৃহিত্ ও অনুমোদিত হয়। ক্র:নং আলোচনা সিদ্ধান্ত বাস্তবায়ন কতৃপক্ষ মন্তব্য ১ ওর্য়াড সভার তারিখ নির্ধারণ ২০১৩-২০১৪ অর্থ বছরে ২য় ওর্য়াড সভা ও উন্মূক্ত সভার উপস্থিত সকল সদস্যের সম্মত্তিতে নিজ নিজ ওয়ার্ডের ওর্য়াড সভা বাস্তবায়নের সিদ্ধান্ত যা পরিশিষ্ট ‘ক’ মোতাবেক উপস্থাপিত হয়। চেয়ারম্যান ও ওর্য়াড কমিটি ২ ইউপিজিপি এর হিসাব ধারী নাম পরিবতন ২০১৩-২০১৪ অর্থ বছরে ইউপিজিপি প্রকল্পের ২ টি হিসাবে সোনালী ব্যাংকে করা হয়। ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লি: দোয়ারাবাজার শাখা। ৩ মহিলা হেল্প ডেক্স চালু উক্ত প্রস্তাবে যে মহিলাদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে মহিলা হেল্প ডেক্স চালু করা যায় কিনা? এ ব্যাপারে বিশদ আলোচনা শেষে মহিলা হেল্প ডেক্স ও প্রতিবন্ধী হেল্প ডেক্স চালুর করার সিদ্ধান্ত গৃহিত হয়। চেয়ারম্যান ও সংলিষ্ট স্ট্যান্ডিং কমিটি। ৪। সচেতনতা মূলক কর্মকান্ড ২০১৩-২০১৪ অর্থ বছরের ইউনিয়ন সচেতনতা মূলক কর্মকান্ড সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন করাল লক্ষ্যে স্বাস্থ্য সচেতনতা, কর মেলা ও খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যে কার্যাবলী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। চেয়ারম্যান ও সংলিষ্ট স্ট্যান্ডিং কমিটি। ৫। বিবিধ ১. অত্র প্রস্তাবে যে ওর্য়াড পর্যায়ে শেলাই প্রশিক্ষণ বিস্তৃত করলে এলাকার গরীব মহিলারা যাতায়াত খরছ কম পড়বে ও সময় কম লাগবে যা প্রশিক্ষনের দিকে খুবই গৃরৃত্ব বহন করে। এমতাবস্থায় প্রশিক্ষকের ভাতা ১৫০০/= একহাজার পাঁচশত টাকা করে ওর্য়াড পর্যায়ে প্রশিক্ষন চালুর প্রস্তাব গৃহিত হয়। ২. অত্র প্রস্তাবে যে বিগত বছরের ন্যায় এ বছর ক্যালেন্ডার তৈরী সহ ডায়রী তৈরী করলে এক দিকে ইউনিয়ন পরিষদের পরিচতি ও তথ্য প্রচারে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে বিশদ আলোচনা শেষে তথ্য প্রচারের দিক সুবিবেচনা সাপেক্ষে ক্যালেন্ডার তৈরী সহ ডায়রী তৈরী করার সিদ্ধান্ত গৃহিত সংলিষ্ট ওর্য়াড সদস্য/ সদস্যা ও প্রশিক্ষক। অদ্যকার সভায় আরকোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।